জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১০৯

প্রেমের মানুষ বলে তারে
পিঞ্জর ছেড়ে গিয়া ঘুরে, আবার আসতে পারে ।।
দমের কৌটায় চাবি দিয়া, হাস্তিকে নেস্তি করিয়া
ফানা ফিল্লার হালে গিয়া, শ্রীকলা নগরে ।।
পরাণ বন্ধুর হবে দেখা, বরজক শহরে
মরা হইয়া ধরছে যেজন, লাগ পাইয়াছে অধরা রে ।।
ছোলতান নাছিরা মোকামে, জ্বলী খপী দুয়ের সনে
গেলে দেখতে পাবে ধ্যানে, মুর্শিদকে নজরে
প্রেমের বলে দুই ছুরতে, একটি রুপই ধরে
আপনাকে হারাইলে, পাওয়া যাবে মাশুকেরে ।।
মুর্শিদ রুপ মিশিলে পরে, অন্তরে দেখিতে পারে
আরশিতে ছায়া কায়া, নিকুঞ্জ মন্দিরে
আরশিতে ছবির মতো, নিরঞ্জণ কয় তারে
জালাল উদ্দিন চেয়ে আছে, সেই স্বরুপের দিদারে ।।