জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬২৯

সাঁইয়ের করণ কারণ স্বরুপ দর্শন, সামান্যে কি জানে রে
হইতে হয় তার মনের মতো, অবিরত, যাহাতে মন টানে রে ।।
একা হইলে দেখা পাবে, দুসরে না মিলে
দুই ছাড়িয়া এক ধরিলে প্রেমের আগুন জ্বলে
কত যোগী ঋষি গাছের তলে, পড়ে আছে যোগ ধ্যানেরে ।।
বহু জন্ম কষ্ট ভোগ করি কর্মের পাশে
সত্যের সঙ্গ পাইলে মানুষ ধর্ম পথে আসে
তা নাহলে সাধনবলে, পায়না সিদ্ধি ত্রিভুবনে রে ।।
দেখে নে তোর ঘরের ভিতর কি কি বস্তু আছে
হিসাব রাখ জনম ভরে, প্রাণী যতদিন বাঁচে
শমন ঘুরে পাছে পাছে, যা করবে তাই আছে মনে রে ।।
অখণ্ড ব্রহ্মাণ্ড লইয়া, কতই ঘুরলে দুনিয়ায়
ক্ষুদ্র ভাণ্ডেই মহা আকাশ বাতাসে বেড়ায়
জালাল তাহার দিশে না পায়, জীবন যায় অকারণে রে ।।