মায়ানদীর অতল নীরে, তরীটি ভাসাইয়া দেরে
দিন গেলেই আসিবে রাতি, শেষে কিন্তু পারবি নারে ।।
ভাটির দিকে দমে টানে, শমন রাজার ঘাট যেখানে
নামের বাদাম তোল নৌকায়, প্রেমভক্তি বাতাসের জোরে ।।
যত মাঝি সব আনাড়ি, সদায় করে মারামারি
লাখে লাখে ঘূর্ণিপাকে, ডুবে যায় অতল সাগরে ।।
পাইলে সুজন কর্ণধার, উজান তরী চলে যায় তার
ডুবাইলেও না ডোবে ভরা, তার কি মরণ আছে রে ?
মা হইলো সেই ঘাটের দয়াল, তারই হাতে বাজে তাল
কাঁদিছে আজ দীন জালাল, কাল কাটায়ে বেহুশ্যারে ।।