লয়ে সৈন্যগণ যুদ্ধের আয়োজন
এসেছিলাম কুরুক্ষেত্র সমরে ।।
কৃষ্ণ পরমাত্মা আজি কৌরব সহায়
জ্ঞানগুরু দ্রোণাচার্য উভয় পক্ষে যায়
আমার আশা কুহকিনী মামা শকুনি
কতই না ছলনা করে ।।
খেলিয়ে কপট পাশা, দুর্যোধন দুর্মতি
পঞ্চ পাণ্ডবের আজি ঘটাইলো দুর্গতি
স্নেহময়ী জননী সুভদ্রা রাণী
কষ্টে বিদায় দিয়েছিলো মোরে ।।
স্বামী সোহাগিনী মোর জীবনের জীবন
উত্তরার মুখখানি আর দেখলো না নয়ন
সপ্তরথী সেনায় ঘেরিলো আমায়
উপায় নাই আর বাচিবারে ।।
শমনকে সঙ্গে নিয়ে রিপু ছয়জনে
তীর তলোয়ার গুলি মারছে গোপনে
আমার দশ ইন্দ্রিয় আজ নির্যাতনে
নিরস্ত্র করলো এক্কেবারে ।।
ধর্মবিধি নিদারুণ, আড়ে আড়ে চায়
অন্যায় যুদ্ধে এমনি করে বধিলো আমায়
জালাল চাহে তাই দেও মা বিদায়
সুনাম থাকুক সংসারে ।।