জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৭৭

ভালো চাইতে মন্দ হইলো, আশার আশে গেলো জীবন
বলো সখীগণ কবে পাইবো আমার বন্ধুর দরশন ।।
সখিরে, নয়নজলে বুকরে ভাসে, না জানি সে কোন দেশে
তোমরা যদি যাও তালাশে, জানাইয়ো বেদন
কি দোষে করিয়ে দোষী, হইয়ে গেলো পরবাসী
মুই দুঃখিনীর খবর লয়না, কীসের কারণ, বল সখিগণ ।।
সখিরে, মাতাপিতা হইলে বৈরী, ছেড়ে দিলাম ঘরবাড়ি
রাস্তায় রাস্তায় ঘুরে ফিরি, পাগলের মতন
জাতি কুল গিয়াছে আমার, কলঙ্ক হইয়াছে সার
এত করে পাইলামনা কেন নিঠুর বন্ধুর মন, বল সখিগণ ।।
সখিরে, জগতজুড়ে দেও ঘোষণা, প্রেমে যেন কেউ মজেনা
পীরিতি বিষম জ্বালা, পোড়ে সর্বক্ষণ
ঝুটা পীরিতের ফান্দে, জালাল উদ্দীন পড়ে কান্দে
চিন্তায় অঙ্গ জরজর, পিছনে শমন, বল সখিগণ ।।