জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৮

মন তোমার এই মানব তরী, বোঝাই ভারি
উজান পাড়ি চলেনারে ।।
পাছার মাঝি হয় যেজনা, দেয় মন্ত্রণা
বাধ্য করে ছয় জনারে
মাস্তুলের নাই জাঙ্ঘা টানা, হাইল মানেনা
ছিড়া বাদাম, হাওয়া নাইরে ।।
করে তুই লাভের আশা, বুদ্ধিনাশা
দস্তা সীসা চিনলেনা রে
রুপগঞ্জের বাজারে গিয়া, বেহুশ হইয়া
কিনলে কেবল সস্তা দরে ।
তিন ধারে ছুটেছে জল, করে কল কল
গুণ দিয়েছে পুবের পাড়ে
পাড়ে থেকে লোকে হাসে, কোনো দেশে
গিয়ে তরী ডুবে মরে ।।
দয়াল নামের সারি গেয়ে, ভাটি বেয়ে
উজানে যাও সাহস করে
জালাল উদ্দিন ভেবে সারা, নাই কিনারা
মন মাঝি তোর বৈঠা নেরে ।।