আজব লীলা বিধির খেলা, বুঝে ওঠা ভার
আছে সঙ্গে মনোরঙ্গে, রহস্য করেছে অপার ।।
জগতে যা হয় উচ্ছিষ্ট, খেতে লাগে বড়ই মিষ্ট
যারে দেখি শান্তশিষ্ট, সেইতো হয় চোরের সর্দার
লুকি দিয়ে লোকাচারে, মানুষ চলে এ সংসারে
মনের কথা কয়না কারে, যে বুঝেছে সারাসার ।।
তুচ্ছ জিনিস উচ্চ হয়, যখন মায়ের গর্ভে রয়
উল্টা ভাবে জন্ম লয়, নীচে মুণ্ড থাকে তার
ভবে আসে সুখের আশায়, কাঁদিয়ে জনম যায়
হিতে বিপরীত সদায় ঘটাইছে সাঁই অনিবার ।।
যে ঘাটে মানুষ মরে, সেই ঘাটেতে জীবন ধরে
সাধু যারা সাধন করে, সেই ঘাটেতেই হয় যে পার
দুঃখের মধ্যে আছে সুখ, আঁধারে উজল আলোক
যে বোঝেনা সেই বুঝুক, জালালের নাহি দরকার ।।