জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৮৯

ওরে কোকিল, ডাকছো ডালে, রব তোমারই যায় শোনা
নিশি যে পোহাইয়া গেলো, বন্ধু তো আর এলো না ।।
শিয়রে জ্বালাইয়া বাতি, জেগে রইলাম সারা রাতি গো
চঞ্চল হইয়াছে মতি, পোড়া মন আর বোঝে না ।।
রাতের শেষে উড়ে যাবে, পথে বন্ধের দেখা পাবে গো
কানে কানে বলে দেবে, বিরহিনীর বেদনা ।।
যৌবনে হারাইলাম আঁখি, কি সুখে আর বেঁচে থাকি গো
সবাই মোরে দিলো ফাঁকি, করলো কতই ছলনা ।।
জালাল কয় পীরিতি ঝুটা, মিছামিছি কান্নাকাটা গো
কাটা ঘায়ে নুনের ছিটা, সহিতে আর পারা যায়না ।।