জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫২৭

নূরের তত্ব আছে সত্য, রসুলে করেছে গোপন
কূল আলমে সেজদা দিয়া, সাকারে চিন নিরঞ্জন ।।
চিনে লও কুদরতি মছলা, কুলুবের মমিনে আল্লা
সাইয়েন মুইত বরজাকুল্লা, কোরাণেতে হয় বর্ণন ।।
মান আরাফা নাফসে গণি, ফাকাদে রাব্বাহু মানি
না পাকতু হায়াতে পানি, দিন থাকিতে কর যতন ।।
নাহনু আকবর বলে, কোরাণ ও হাদীসে খুলে
রক্ত ধাতু একত্রে মিলে, খোদায় খুদি দরশন ।।
সব হরফ ছাড়া ছাড়া, লাম আলেফে যোগ ধরা
আনন্দেতে আছে যারা, স্বামী স্ত্রীতে পায় মিলন ।।
দুই হতে হয় প্রেম বাহানা, একা থাকলেই হবে ফানা
নয় ছাড়িয়া এক ধরিলে, না সইলে কত জ্বালাতন ।।
জালাল উদ্দীন নিজকে নিয়া, কতভাবেই খুজতে গিয়া
নীরবেতে চুপ করিয়া ভাবছে সবে অকারণ ।।