আমি তুমি এক হইলাম না, যৎসামান্য ব্যাবধানে
স্থূলে মূলে একই বটে, বুঝিলাম তাই অনুমানে ।।
এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভরে, কত জন্মে আর কত মরে
অন্তর আত্মা সবের ঘরে, তোমার কাছে হার মানে ।।
যথা হইতে যার আগমন, পুণঃ হেথায় করবে গমন
সুখে না হয় দুঃখে মরণ, কোনদিন হবে কেউ না জানে ।।
মায়ার মোহে আটকা দিয়া, রাখছো আমায় ভুলাইয়া
পারিনা সেই পাশ কাটিয়া চলে যেতে তোমার পানে ।।
স্বভাবে রয়েছে টান, থাকবেই তাহা বর্তমান
ধনীর ধনে চুম্বকের বান, পয়সা চলে যায় সেখানে ।।
জালালে কয় জন্মাবধি, খাল বিল আর পাহাড় নদী
জলের আশায় যত আদি, পানি সব সাগরে টানে ।।