জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৭৭

জ্ঞান অঙ্কুশে ভক্তিবাণে, বেধে আনরে মন
আর কতকাল এমনি করে রইবে তুমি অচেতন ।।
দয়া মায়া মিশাইয়া, অনুরাগে থাকো চাইয়া
আপনা হইতে জাগিয়া চৈতন্য করিবে চেতন ।।
দশ ইন্দ্রিয় রিপু দলে, বৈরাগ্য ভাব তুলসী তিলে
পঞ্চ মকার সাধন করলে, হবে সিদ্ধির আয়োজন ।।
জপ ধ্যান অনুরাগে, সেবা কার্য নিত্য ভোগে
আঁধার দূরেতে যাবে, ভাসিয়া উঠিবে কিরণ ।।
নিকটেই নৈকট্য লাভ, জাগে যদি প্রেমের ভাব
ঠিক করে লও আপন স্বভাব, এক ভাবেতে সারা জীবন ।।