হলুদ বরণ রুপের কণ্যারে তোর মেঘবরণ চুল
মন মালঞ্চে তুলাবতী তুলতে এলো ফুল
ও তার পথে যেতে দেখে আমার সবই গেলো ভুল ।।
উদয়তারার শাড়ী পড়া, আঁচলটি তার লাল
মরি মরি কিবা সুন্দর, হাটতে নাচের তাল
কুসুমবাগে সোনার অলি, গুনগুনিয়ে ঘুরছে খালি
কুসুম নয় সে কমল কলি, ফুটিতে আকূল ।।
বাম হাতে তার বেতের সাজি, ডান হাত রহে খালি
ডালি ভাঙ্গিয়া ফুল তুলে যায়, বাগানে নাই মালি
দখিন হাওয়া ঘূর্ণি এসে, শাড়ীর আচল উড়ায় শেষে
ও তার খুস গুজিতে খসে পড়ে, কানের মতির দুল ।।
ঐ না কন্যার মনে মনে, আছে একটি পণ
চান ধরে যে দিতে পারবে, সে পাবে তার মন
অর্দ্ধচন্দ্র টিকা পরি, হবে কন্যা ইচ্ছা বরি
জালালে কয় ভেবে মরি, খুজে পাইনা কূল ।।