জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২০১

আমার শ্যামলা কচি পিয়া রে
আমার শ্যামলা কচি পিয়া ।
তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়া রে ।।
আরশিতে তোর রুপ ধরেনা, আরশি যায় ফাটিয়া
নয়ন কেমনে সইবে সে রুপ, কোমল পরাণ লইয়া রে ।।
রুপ যদি তোর আগুন হইতো, অঞ্চলে জড়াইয়া
একদিনে পুড়িয়ে মরতাম, যাইতো সব ফুরাইয়া রে ।।
পাখি যদি হতেম সখা, মানুষ না হইয়া
আকাশ জুড়ে গেয়ে ফিরতাম, প্রেমের শরাব পিয়া রে
আমার শ্যামলা কচি পিয়া ।।