জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৭০

দেহে চন্দ্র সূর্য নক্ষত্র কই, রাখো নি মন তার খবর
আকাশ পাতাল সাগর পাহাড়, লইয়া ঘোরে সে নিরন্তর ।।
উত্তর দক্ষিণ দীর্ঘ হয় তার, পূর্ব পশ্চিম ফাড়ে
আসা যাওয়া করে মানুষ উত্তরের দুয়ারে
দক্ষিণ দিকে ভাটি রাজ্য, মাল রপ্তানী এ জীবন ভর ।।
পাঁচের পূরণ পঞ্চবিংশ, আঠারোটি স্থানে
চতুর্বিংশ তত্বের উদয়, চতুর্দশ ভুবনে
আত্মা লইয়া মন পরাণে, রঙ্গে বানছে এই বাড়িঘর ।।
আগের দিনে সদর দরজায় মালের হয় আমদানী
মফঃস্বলে পরের দিনে হয় যে তার রপ্তানী
আছে সবের জানাজানি, নিতে চায়না কেউ তার খবর ।।
বহ্নি ইন্দ্র উপেন্দ্র আর মিত্র প্রজাপতি
কাজে ব্যাস্ত পঞ্চেন্দ্রিয়, ভিন্ন ভিন্ন গতি
কোথায় রহে কার বসতি, তাদেরে গিয়া শনাক্ত কর ।।
তারা যদি রয় পুলকে, শান্তি মিলবে তবে
জালালের পূর্ণ শান্তি কোনদিন জানি হবে
যার তার ভাবে সবেই যাবে, লোকচক্ষের অগোচর ।।