স্নান করো ভাই, ডুব দিয়োনা যমুনায় গিয়ে
তবে হয়তো ডুবতে পারো, রাজহংসের ভাব ধরিয়ে ।।
খেলাও যদি জল তরঙ্গ, হয়ে যাবে রতিভঙ্গ
আবেশে অবশ অঙ্গ, মূলধন হারাইয়ে
সেই নদীতে নোনাপানি, ডুবছে কত ধনী মানি
কাউকে নিয়ে টানাটানি, জোয়ার ভাটায় পড়িয়ে ।।
সাঁপিনী যে উজান বাঁকে, কয়জন সেই খবর রাখে
সদায় লুকি দিয়ে থাকে, পাওয়া যায়না খুজিয়ে
যখন জলে ঢেউ ছোটে, সাঁপের মাথায় চন্দ্র ওঠে
প্রেমিক সাধু এসে জোটে, কাষ্ঠের মালা ফেলিয়ে ।।
হিমালয় পর্বতের উপর, আছে একটি সরোবর
জেনে লও সেই খবর শিক্ষা, গুরু ভজিয়ে
কাল কুম্ভীর করে ভ্রমণ, ধরলে খাবে জন্মের মতন
জালাল কয় লাই খেলো মন, বিবেক হলদি গায় মাখিয়ে ।।