জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৮৮

আসল নাম তার ঠিক পেলাম না
শুনি কেবল যে যা বলে
সারা জীবন গেলো আমার, পড়িয়া এই গণ্ডগোলে ।।
কেউ বলিছে আগুন আল্লা, কেউ বলিছে পানি হাওয়া
নাকের নলে জীবের ঘটে, করিছে সে আসা যাওয়া
যায়না তাহার নাগাল পাওয়া, ঘুরতেছে সে ফাঁকির তালে ।।
আত্মরুপে জীবের ঘটে যোগাইয়া নেয় বুদ্ধি তার
ব্রহ্ম অণ্ডে খণ্ডে খণ্ডে ভরে আছে এ সংসার
নাই কাহারও অধিকার, ধরতে তারে কোন কালে ।।
জালালে কয় শূণ্য সময়, সর্বব্যাস্ত সদাই যে রয়
আদি অন্ত নাই কিছু তার, ভাবনাতে তাই হই বেহাল
সর্বক্ষম আর সর্বব্যাস্ত, কী দোষ হবে তারে বললে ?