ভয়ের কথা শুনতে শুনতে নির্ভয় হলেম এক্কেবারে
কার যে কি হয় দেখা যাবে, এখান থেকে গেলে পরে ।।
পাগড়ি মাথে মোল্লা, আর যতসব আল্লাওয়ালা
হেদায়েতের লম্বা ছালা, ঢালতেছে জীবন ভরে
একটু কিন্তু হয়না প্রত্যয়, মরলে শাস্তি কেমনে হয়
টুটে গেলে দেহের আশ্রয়, অনুভূতি যায় ভুল পড়ে ।।
আমি একটা অল্প হাওয়া, মাটির দেহে আসা যাওয়া
যায়না কারো নাগাল পাওয়া, যতদিন থাকি সংসারে
এই অনন্ত বায়ূ সাগর, ব্যাপ্ত রইলো আমারই ঘর
জন্ম হইতে জন্মান্তর, পড়ে থাকবে এই প্রকারে ।।
রোদে মেঘে ঝড় তুফানে, বায়ূ কি তায় কষ্ট আনে ?
প্রবোধ কিছুই পাইনা মনে, ভাবতে গিয়া অন্তরে
যেমন ছিলো তেমনি থাকে, কারো পরোয়া নাহি রাখে
জালাল বলে তাই খোদাকে, দুজন আছি এক আকারে ।।