এসে ভবের বাজারে, পড়িয়া অন্ধকারে
ঘুরাইয়া মানুষ মরে, জানো নিরে ভাই ।।
ঠিক পথে যায়না, মিছে আনাগোনা
মালা-টালা বেশ ভূষণা কত দেখতে পাই
ভিতরে ছাই মাটি, উপরেতে পরিপাটি
স্বার্থ নিয়ে কান্নাকাটি, আসল কাজে নাই ।।
কত রঙ্গের বেশে, ঘুরে দেশে দেশে
জিজ্ঞাসিলে কথা কয়না সন্ন্যাসী গোসাই
অঙ্গে তিলক মালা, সঙ্গে ভিক্ষার ঝোলা
পেটের জ্বালায় হরি বলা, অনুরাগী নাই ।।
যারে দিয়া পয়দা হয়, নাপাক তারে কেন কয়
কিছুতে না প্রবোধ লয়, মনে আমার তাই
জালাল উদ্দীন ভেবে কয়, আমি শব্দে কেবা হয়
না পেলে তার পরিচয় কীসের বড়াই ?