জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৪৩

দীন দরিদ্র সেজেছো আজ আত্মঘাতি জাত বাঙালী
স্বভাব কেমন হিংসাপ্রিয়, জগতকে তাই খুব দেখালি ।।
কেউ কাহারও দেখলে সুদিন, কালোমুখে বাসো যে ভিন
নারী পুরুষ সব চিরদিন, নিন্দা করে বেড়াও খালি ।।
খেটে যদি উন্নতি হয়, খেয়ে পড়ে সুখেই রয়
সর্বস্ব তার করতে ক্ষয়, দিতে চাহো আগুন জ্বালি ।।
সত্যভাবে ধর্ম নিয়া, চুপচাপ কেউ রয় বসিয়া
এর পিছনেও লাগবে মানুষ, তলে তলে পাড়বে গালি ।।
ইতর ভদ্র মেথর মুচি, সবাই করে খোচাখুচি
কে শুচি আর কে অশুচি, বেহিসাবে ভুল বুঝিলি ।।