কাঙ্গাল হলে আপন দেশে
পেট ভরে যে খেতে পায়না, অন্য চিন্তা করবে কীসে ।।
সবার উচ্চে তোদের মাথা, দেড়শত বৎসরের কথা
পৃথিবী কম্পিত ছিলো তোমাদেরই ত্রাসে
দাসখতে আজ নামটি লেখা, অশিক্ষার দোষে
ভাগ্যে ছিলো এই অপমান, আর জানি কি হবে শেষে ।।
প্রলোভনে বাধ্য হয়ে, আপন ঘরে সিঁদ কাটিয়ে
মীর জাফরের সুখ হলোনা, কয়দিন খাইলো বসে
ভাইয়ের প্রতি ভাইয়ের হিংসা, মরতেছে এই দোষে
মারামারি ভিন্ন যে আর থাকতে চাওনা আপোষে ।।
বিজাতী ইংরেজী শিক্ষায় বেহেশতো না পাওয়া যায়
মোল্লাজিদের কথা শুনে শিখলোনা মানুষে
সকল ভাষা সমান বুঝে ধর এবার কষে
হবে আবার সুদিন উদয়, জালালে কয় চল সাহসে ।।