জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫০৬

তোমায় ছাড়া বাঁচিনা আর, ধাইয়া ধাইয়া জ্বলে প্রাণ
আমাকে বানাও গো তোমার আশেকে দেওয়ান ।।
দুনিয়ার এই মরুমাঝে তৃষ্ণাদগ্ধ যতজন
কাওসারের জল পান করিতে, মন রহিলো উচাটন
রহমতের পানি দিয়া শান্ত করো আশেকান ।।
আরশ কুরসি লওহ কলম, খোদার আরশ ছাড়িয়া
পিঞ্জরের ঐ পাগলা পাখি, যাইতে চাহে উড়িয়া
নিজে এসে দেখা দিয়া, অন্ধকারে ভাসাও চান ।।
উথান পতন আমি, চেতন কি রই অচেতন
তোমার বুকে কব্বর আমার, করছি আত্মসমর্পণ
হুহু করে কাঁদিছে মন, রাত্রদিনেই পেরেশান ।।
বিষান্বরে বিষ খাইলে ব্যাথায় তারে ধরেনা
প্রেমিক যারা আত্মহারা, মরে গেলেও মরেনা
জালাল কবির শোনো কান্না, করো একটু শান্তি দান ।।