প্রাণের মাঝে দোল দিয়া মোর বন্ধু গিয়া কই লুকায়
হঠাৎ করে আঁধার ঘরে, রং মশালের আলো জ্বালায় ।।
তাহার পায়ের নূপুর ধ্বনি, বাদল রাতেও কানে শুনি
অন্তবিহীন গুণে গুণী, সকাল সন্ধ্যা হোলি খেলায় ।
গোপন পুরীর অপার থেকে, আমাকে সে বলছে ডেকে
তুমি আমার চির সখা, ভুলেছি তাই ভালোবাসায় ।
কেঁদে ফিরি একা একা, একটি বারও পাইনা দেখা
সার হয়েছে আশায় থাকা, এই ভাবেতেই দিন ফুরায় ।
জালাল উদ্দীন কেঁদে বলে, এই যে বিশ্ব ভূমণ্ডলে
একদিন তারে পাইয়া গেলে, ধরে যেন মহা নিদ্রায় ।।