জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৪৬

হাতে না থাকিলে পয়সা, অন্তরে হয় পাপের বাসা
দুরাশা নিরাশা কত শত ভাবনা ।।
পেটে যখন ক্ষুধা হয়, জ্ঞান থাকেনা সে সময়
সুন্দর নারীর কথাবার্তা ভালো লাগেনা ।।
উদরখানি পূর্ণ হলে, এসো বাবা এসো বলে
ছেলে মেয়ে কোলে তুলে করে সান্তনা ।।
পয়সায় করে সুন্দরী, পয়সায় বাবুগিরি
পয়সা দিয়াই সংসারী, মজার কারখানা
আনতে পারে পূণ্যফল, হতে পারে রসাতল
এরে দিয়াই যত সকল, দেখি আমিরানা ।।
যত বিদ্যাই করো অর্জন, শুধু এক পয়সার কারণ
সকলের উপরে পয়সা, এর উপরে কেউ না
দরবেশ ওলি পীর ফকীর, এই জমানার দস্তগীর
মক্কার হাজী মোল্লা কাজী, হাফেজ মৌলানা ।।