হৃদয় আসন শূণ্য করে, হাওয়ায় উড়ে
মন পাখি তুই যাবি কোথায় ?
এসেছিলে আন্ধার ঘরে, জন্মান্তরে
কই জানি তোর যাওয়ার ইচ্ছায়
দেখছি তোমার কি যন্ত্রণা, আনাগোনা
দিন রজণী এই পিঞ্জরায় ।।
কেউ না তারে রাখতে পারে, এ সংসারে
দেখলাম কত দালান কোঠায়
স্বাধীন ভাবে তোমায় ধরতে, বাধ্য করতে
গেলো কতই গাছের তলায় ।।
কেউরে তুই দিলেনা ধরা, জেতা মরা
হইলো জালাল তোর ভাবনায়
আমার ইচ্ছা পূরণ করে, যাইয়ো আর না আইয়ো
জেলখানাতে সুখের আশায় ।।