মোল্লাজি, নামাজ দিয়া আল্লার গুদাম ভরি
সেই মহাজন বেচে সে ধন, করবে দোকানদারী ?
লোক দেখানো আচারেতে
দাড়ি টুপি আলখেল্লাতে
কি ফল হবে বুঝিনা যে
ঠিক না হলে মন বেপারী ।।
পরের ব্যাথায় গলেনা মন
অর্থ চিন্তা রয় সারাক্ষণ
বৃথাই যে তার গেলো জীবন
বস্তা ভরা ক্কেরাৎ ছাড়ি ।।
জালালে কয় যে মহাজন
অষ্ট প্রহর ধ্যানে মগন
পাঁচ ওয়াক্তে তার কি প্রয়োজন
উঠা বসার কসরৎ করি ?