জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৭

কেন হয় না তারে চিনা
আদমের কালেবের মাঝে এলাহীর বারামখানা ।।
যদি মন তুই চিনবে তারে, বৈদিক বিষয় দেওগে ছেড়ে
ভাব ভক্তি হৃদয়ে রেখে, ধ্যানে কর কল্পনা ।।
অধরাকে ধরতে গেলে আগে চিন আপনা
দমের কোঠায় চাবি দিয়া হুহু শব্দ কর জপনা ।।
কুলুবেল মোমীনের কাছে, কলবেতে চাপা আছে
দিলের ভিতর পর্দা আছে, সফেদ রং নমুনা
দুই পাশেতে আল্লা রছুল, কলিজাতে থানা
দিবানিশি শব্দ করে, ঘুমাইলেও বারণ হয়না ।।
আছে বাজার শ্রীকলা, যত কাল্লা তত আল্লা
লক্ষ ছিফতে সাঁই, জাতি হয় একজনা
আপনি আপন নামটি জপে, আলেকসাঁই রব্বানা
লাহুতে থাকিয়া ওঠে, নাছুতে তার আনাগোনা ।।
বেহেশতো দোজখের কাছে, রাজা প্রজা বসে আছে
বায়তুল্লা শরীফের নীচে মক্কা আর মদীনা
ছেদ্রাতুল মনতাহা পুরী মগজে ঠিকানা
জালালের যেতে আশা, বিধি জানে নিবে কিনা ।।