আমার মন করে উদাসী গো, কোন বনে বাজাও বাঁশি
নিত্য নিত্য জলের ছলে, তোমায় দেখতে আসি গো ।।
আম গাছেতে নাইরে আম, কোটা কেন লাড়ো
তোমার আমার নাই পীরিতি, নয়ন কেন ঠারো গো ।।
তাল গাছেতে নাইরে তাল, পাতায় বসে টিয়া
পথের কাঙাল সাজিয়েছি, সকল তোমায় দিয়া গো ।।
গাঙ্গে আইলো নয়া রে পানি, ভাসিয়া যায় পানা
তুই বন্ধুর পীরিতির লাগি নাইয়র করলাম মানা গো ।।
বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম, খাইলাম রে কুল ধুইয়া
জালাল কয় মোর মরণ হবে বুকেতে শেল লইয়া গো ।।