হায়রে, কই গেলা মোর প্রাণবন্ধু, ফেলে আমারে
একা আমি কেমনে থাকি, দুঃখ সয়না অন্তরে ।।
না চাহিতে বেসেছিলে, ভালো তুমি আমারে
ঘুমের মানুষ জাগাইয়া গেলা, দরিয়ার সেই পাড়ে
নিদয় বন্ধু চাইনা তোরে, পিঞ্জর খালি করে দে ।।
ভক্তি কান্না নাই কিছু মোর, নাহি শক্তি গানের সুর
সেই কারণে অভিমানে, থাকতে আছো বহুদূর
শান্তি এনে দিলেনা মোর, অন্তর পোড়ে বিরহে ।।
আমার হিয়া তোমায় দিয়া, মিলন যদি পাইতাম
অগ্নিরথে মৃত্যুপথে, আসমানেতে যাইতাম
নিজেকে নিজে ভুলে রইতাম, তোমায় দিতাম সব ছেড়ে ।।
নাম নিয়া তোর ভক্তি জানাই, দেহ আত্মা সমর্পণ
প্রাণ থাকিতে এসো একবার, গেলো গেলো এই জীবন
জালালে কয় হউক না মরণ, তুমি যদি রও ধারে ।।