কুল কুণ্ডলিনীর উড়োজাহাজ, হাওয়ায় চলে যায় নিমিষে
একুশ হাজার ছয়শো মাইল, রাতদিন চলে দেশ বিদেশে ।।
সাগর পাহাড় লয়ে ধরা, মন্ত্রী হইলো তার মন
সহস্রদল পদ্মে আছে, রাজার সিংহাসন
কর্মচারী বাতাস পবন, দুইধারে রইয়াছে বসে ।।
শক্তিগর্ভে অণ্ডের ভিতর ব্রহ্মাণ্ড লুকায়
মহাকাশে ক্ষুদ্র আকাশ ঘুরিয়া বেড়ায়
বায়ুস্তরে গতি ফিরায়, পথ হারায়ে হয় বেদিশে ।।
মস্তকেতে চূড়ামণি, আদ্যে ব্রহ্ম স্থিতি
পেটের মধ্যে মহাবিষ্ণু করতেছে বসতি
সবের খবর নিতে অতি ত্রস্তে চলো উর্দ্ধ দেশে ।।
নদনদী আর সাগর পাহাড় পাড়ি দিয়া যাও
চন্দ্র সূর্য গ্রহ শেষে আকাশ কিনার বাও
দম সমর্থে উর্দ্ধে উঠাও, বৈকুণ্ঠে যাও অনায়াসে ।।
তেমোহনার ঘাটে যদি, জাহাজ মারা পড়ে
পরমাত্মা জীবকে নিয়া শূণ্যে উড়া করে
শক্তি নাই কার রাখতে ধরে, চিন্তায় জালাল হারা দিশে ।।