জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৭৩

কোথা হতে আসে বুলবুল, ঐ না যে ঐ গাছের শাখে
গান গেয়ে সে কই চলে যায়, কেউ নাহি এর খবর রাখে ।।
বিজ্ঞ সেজে তর্ক ধরে, জ্ঞানের বড়াই করছে যারা
মূর্খ হইয়া তারাই শেষে, মারা যায় সেই নদীর বাঁকে
বিশ্ব নিয়ে দ্বন্দ্ব যত, মীমাংসা তার চলছে কত
আসলে সব পরাহত, কথার কথায় গিয়া ঠেকে ।।
এই কলহের গণ্ডগোলে, জগৎ জুড়েই দিচ্ছে সাড়া
কেউ পাইলোনা সঠিক বার্তা, মনান্তাজি তারেই ডাকে
বাইরে ঘরে, উপরে নীচে, পৃথিবীতে যতই আছে
গিয়া দেখছি সবের কাছে, ঠিকভাবে কেউ নাহি থাকে ।।
ভিতরে যে আছে আত্মা, সেই হলো জগতে প্রধান
হুর পরী আর জিন ফেরেশতা, নর নারী সব লাখে লাখে
ভূতের সাথে আমরা আসি, কালের স্রোতে গেলাম ভাসি
জলালে কয় ভালবাসি, শুদ্ধ মানুষের হৃদয়টাকে ।।