রবে না শমনের দায়, ভক্তি করো মায়ের পায়
মাতৃশক্তি বর্ণিতে হায় সাধ্য কি আমার ।।
পতিকে উদরে ধরে, দিলো সে প্রসব করে
স্তন্য দিয়া পালন করে, একী চমৎকার ।।
কালীতারা মাতৃকা, ধূমাবতী প্রচণ্ডিকা
ছিন্নমস্তা ভয়ঙ্করী, বিধবা আচার ।।
লোল জিহ্বা মাতঙ্গিনী, রক্তিম ত্রিনয়নী
সাজিয়া পাগলিনী, লীলা দেখায় তার
শতবারে জন্ম নিলো, মরাকে সে না ছাড়িলো
মেনকার গর্ভে হইলো শেষ জন্ম তার ।।
জালালে কয় দেখো চেয়ে, বিশ্বজোড়া সেই মেয়ে
রুপ ধরেছে ভিন্ন হয়ে, লক্ষ হাজার
তোমার আমার ঘরে, রঙ্গ রহস্য করে
ভুলায়ে রাখিছে ভুলে, মায়াময় সংসার ।।