জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৩৩

আমি কি ঘাসের মতই হিসাব ছাড়া
জন্মেছি এ দুনিয়ায়
আমি কি ব্যাঙের ছাতা, ভিজা মাটি ফুঁড়ে এলাম
আলো আঁধার রোদ হাওয়ায় ।।
পড়ছে মোর ক্ষণিক ছায়া, এই পৃথিবীর কালের দেয়ালে
আবার সে তো মুছে যাবে, কেন কখন, কার বা খেয়ালে
কেন হায় চেতনারই কেতন উড়ে, রং ছড়ানো এই ধরায় ।।
জানিনা কীসের তরে, ইট পাথরে, জীবনের এই সাড়া
কেন এই আলোর ছলে, মুক্তি পাগল প্রাণ ধরা
কার সুখের ভাণ্ডার ভরছেরে হায়, ভাঙ্গা গড়ার এই খেলায় ।।