অমাবস্যা পূর্ণমাসী, লেগে যায় তোর বারো মাসে
যার তার মতে চান সুরুজ ঐ ঘুরিতেছে দেহাকাশে ।।
সন্ধ্যা দুপুর নাই অবসর, রবি শশীর গতি
মরণকালে রয়না আলো, নিভে সকল বাতি
সেদিন কেউ না হয় কারো সাথী, পর ব্রহ্ম দূর বিদেশে ।।
ব্রহ্ম রন্ধ্র পথে মানুষ শূণ্যে উড়ে যায়
গ্রহণের কালে গিয়া যুগের মিলন পায়
গ্রহণ মরণ একই ধারায়, কালে যখন আয়ূ নাশে ।।
অনন্ত দূরন্ত দেশের যে অচিন্ত্য মহাজন
জীবন কেন্দ্র কোটি চন্দ্র, করছে সেই স্বজন
আয়ু সূর্য ডোবে যখন, অন্ধকার সকলই গ্রাসে ।।
বহু জন্ম কষ্ট ভোগ করি কর্মের ফলে
মানব লীলা ধরলো এসে, এই যে ভূমণ্ডলে
জালাল বলে মনের হেলে, দিন কাটাইলে অবিশ্বাসে ।।