ডাকলে কথা শুনবে কে
সে তো নাহি এ দেশে মোর, মনের মানুষ যে ।।
শুধু পলকের দেখা, ছবিখান তার আঁকা
হৃদয় দর্পনে বন্ধু সদায় যে ভাসে
আনিয়ে যে দিবো তারে, এমন সুহৃদ কে আছে ।।
দেখিলাম স্বপন মাঝে, মোহন সাজে
আসিয়ে বলিয়ে গেলো, যেতে সেই দেশে
যার নাম জানিনা, কেউ চিনেনা, কেমনে যাবো তালাশে ।।
নিলোরে অবলার প্রাণ, রেখে অপমান
কলঙ্কিনী হলেম তারে পাইবার আশে
না খাইলাম না ছুইলাম, অন্তর জ্বলে বিরহে ।।