জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৭১

সঙ্গে নিলেনা রে বন্ধু সঙ্গে নিলেনা
একাকীনি আমায় রেখে গেলে কোথায়, কোনো দেশে তার খবর মিলেনা ।।
তোমায় ভালবাসি হয়েছি দোষী, পাড়ার পড়শী আপন কেহই না
লোকে বলে কুলটা, কলঙ্কের খোটা, সারাটা জগতে এই ঘোষণা ।।
দুই দিনের লাগিয়া অবলা ভুলাইয়া, দিয়েছো দারুণ যন্ত্রণা
নিদয় পাষাণ নিয়ে কুলমান, বেঈমান হইয়া চেয়ে দেখলে না ।।
সারাটা রজণী নয়নের পানি মুছিবো আর কত বলো না
কে জিজ্ঞাসা করে এত অনাদরে, বিবাদীর দেশে থাকতে মন চায় না ।।
হয় তুমি দেখা দেও নইলে জীবন নেও, মরণের ভয় আমি রাখি না
সদা নিরানন্দে জালাল উদ্দীন কান্দে, বধুয়ার লাগি উদাস দেওয়ানা ।।