জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৯৫

মউত হায়াতে লয়ে একসাথে
দিন ফুরাইলো সংসারে, মউত হায়াতে ।।
আমার আমার বলে কত করেছি বড়াই
এখন দেখি হিসাব করে, আমার কেহ নাই
বুদ্ধির জোরে কৌশল করে, জয় করেছি যারে তারে ।।
কামনা চণ্ডালের সনে করে বন্ধু ভাব
পুঞ্জি গেলো ব্যাভিচারে, করতে এসে লাভ
মদনার হাতে খেয়ে শরাব, নেশায় এখন নাহি ছাড়ে ।।
রসনা মোর কথা কইতে একদিন হারলো না
নয়ন দুটি লোভদৃষ্টি ছাড়তে পারলোনা
শ্রবণ নাহি শুনলো মানা, আত্মশক্তির অহংকারে ।।
সুপথে আর একটা দিনও গেলোনা চরণ
কাঙালকে না করলে হস্তে অর্থ বিতরণ
সবাই আছে বেশ বিলক্ষণ, পাপের বোঝা আমার ঘাড়ে ।।
যাদেরে তুষিতে আমার এত অপমান
আজো কেন তাদের লাগি রয়ে গেলো টান
নিতে যখন আসিবে প্রাণ, এ বিপদে কে উদ্ধারে ।।
ঘৃত মণ্ডা চিনি দিয়া, কতই দিলাম সেবা
জালাল কয় মোর উদর খালি, খেয়ে গেলো কেবা
ভেবে মরি নিশি দিবা, কেঁদে উঠি বারে বারে ।।