বলে দাও আমারে গো, কোন দেশে পাইবো তারে
দুঃখি বিনে দুঃখের বেদন কেউ না বুঝতে পারে গো ।।
আগে যদি জানতাম এত কঠিন বন্ধের হিয়া
নগরে না দোষী হইতাম, সকল তারে দিয়া গো ।।
মুই দুঃখিনীর ভাঙা ঘরে খড়কুটার ছানি
তাই দেখিয়া বেজার বন্ধু, বুঝি অনুমানি গো ।।
সোনার পালঙ্কে শুইয়া, কাটায় বন্ধে নিশি
দূরে থাইক্যা কাইন্দা মরি, কেবল মিছামিছি গো ।।
জালাল উদ্দীন বলে আমার কপালে ঐ ছিলো
ভাবিয়া জীবন সারা, আর না দেখা হইলো গো ।।