কামিনী কাঞ্চন সুধা, যার মায়াতে আছি বাধা
অতৃপ্ত ভবক্ষুধা, দূর হইলোনা ।।
নিমিষে ব্রহ্মাণ্ড ঘুরি, গলে বাধা কলের ডুরি
কি আনন্দ বলিহারি, তৃষ্ণা মিটে না
আমোদে উল্লাসে সারাটি জীবন ভেসে
আসিয়াছি ভাটির দেশে, কূল পেলাম না ।।
কোথায় বা ছিলাম কবে, কেন আসিলাম ভবে
সেই ভাবনা ভেবে একদিন চিন্তা হইলোনা
লইয়া অপূর্ণ কাম, যতসব হারাইলাম
তবু জাগে হৃদয়েতে সেই বাসনা ।।
ওরে আমার মায়া ফাসি, রয়ে তুই চরণে দাসী
গিয়েছো আজ সকল নিশি, বুঝতে পারলাম না
ডুবিয়া মরিবো, আর নাহি ভাসিবো
আসা যাওয়া শেষ করিবো, লইবো সান্তনা ।।