হালকা জিকির কর রে আশেক, যত মুসলমান
শুনিস না কার নিষেধ মানা, মানিস না যে কথা আর
আল্লা নামের পাল্লায় তোল, সকলেরই দিল ঈমান ।।
মুর্দারা সব জিন্দা হয়ে, আশেকের লয় সন্ধান
ইচ্ছা বশে তাই তো আসে ওলিউল্লার গোরস্থান
নৃত্য করে ধুলায় পড়ে, গাহে কতই গুণগান ।।
ভক্তি গুণে শক্তি আসে, মন যদি কার মুগ্ধ হয়
উস্তাদে সাগরিদে হবে, শুদ্ধ প্রেমের পরিচয়
রইবেনা দোজখের ভয়, মাশুক নিয়াই পেরেশান ।।
সাত সমুদ্দুর তেরো নদী, নাচতে নাচতে হবি পার
জালাল চাহে দয়া তোমার, গাউছুল আজম শা সুলতান ।।