প্রেম করিয়া নষ্ট হইলো, নূতন ফুলের কলিরে, বাগানের মালী
পীরিতের আগুনে হইলাম পোড়া ছালি ।।
বন্ধুরে, টাটকা ফুলের মধুর আশে, কাল ভোমর কতই বসে
তুমি রইলা পরবাসে, আমারে ভুলি
ফুল শুকায়ে ঝরে পড়ে, নিতে দেইনা অন্য কারে
কলিজা অঙ্গার হইলো, কার কাছে বলিরে, বাগানের মালী ।।
বন্ধুরে, তোমার প্রেমে হইয়া মত্ত, পেতেছি যন্ত্রণা কত
কত লোকে করিতেছে কতই গালাগালি
এই কি তোমার প্রেমধারা, জিয়ন্তে হইয়াছি মরা
যাচিয়া কৌটার ধন করিলাম খালিরে, বাগানের মালী ।।