প্রেম নদীতে রসের খেলা, খেলবি যদি আয়
সাধু যারা জানে তারা, সন্ধানে পার হয়ে যায় ।।
স্নান করিতে ঘাটে গিয়া, লাল নিশানে ভক্তি দিয়া
কলসির মুখ বান্ধিয়া, ধ্যানে রেখো মণিকোঠায় ।।
কুম্ভীর একটি থাকে ঘাটে, নামলেই পাগল হয়ে ছুটে
দেখে যদি না যাও হটে, সাধ্য নাই যে ধরবে তোমায় ।।
যদি ওঠে তুফান ভারি, পাড়ে বেধে রাখবি তরী
গুরু ভিন্ন নাই কাণ্ডারী, সেই নদীর জোয়ার ভাটায় ।।