বাড়ি ভাঙ্গলো অসময়ে কাম নদীর ঢেউ লাগিয়া
কই যাবো আজ তাড়াতাড়ি, ভাবছি তাই নিরলে বইয়া ।।
যৌবনে সময়ে কত রঙ্গের বাসর গড়া
এর ভিতরে পিয়ারী বউ সুন্দর কি চেহারা
সবেই গেলো আগে তারা, আমারে একা ফেলিয়া ।।
কীর্ত্তিনাশা নদীর পাড়ে যত মানুষ রইলো
একুশ রত্ন ভাঙ্গিয়া নিলো, কীর্ত্তি কথা গেলো যে রইয়া ।।
তিনটি নদীর তিন ধারা, বয় চলে উর্দ্ধনালে
ত্রিবেণীর উজানে গিয়া এক সঙ্গেতে মিলে
অমাবস্যায় ভাটা পড়লে, সকল পানি যায় শুকাইয়া ।।
জালালে কয় সেই নদীতে ঢেউ যখন উঠে
ভাবের ঘরে চুপ করে রও, কাছে যাইসনা মোটে
গুরুর নামটি ধরলে এঁটে, ভাঙ্গিলেও যায় চরা পড়িয়া ।।