জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৮৯

মুর্শিদ আছে পাছা নায়ের কাণ্ডারী
পাড় ঘাটে মন দেও পাড়ি ।।
অন্তহীন সেই পারাবারে, দম সমর্থে যে সাঁতারে
নাও বৈঠা তার লাগে নারে, পার হয়ে যায় তাড়াতাড়ি ।।
দিন থাকতে নাও খোলে যারা, সুজন সাধু বটে তারা
হয়না কভু পন্থহারা, গেয়ে যায় নামের সারি ।।
সাত দরিয়ার লোনা পানি, না খায় যদি তুচ্ছ জানি
হউক না সে মহাজ্ঞানী, ভাগ্যে নাই তার প্রেমপুরী ।।
প্রেমের দেশে গেলে রে মন, ষোলো আনা ঠিক করো ওজন
জালালে কয় যার তার মতন, মূলতত্ব লও বিচার করি ।।