জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৯৫

জগতে সবাই মরে চিরতরে
কোথায় কে আর বিরাজ করে ।।
ভাবনা তুমি করো মিছে, আগে পিছে
মরণ আছে সবের তরে ।।
হেথায় যারা যায়গো মারা, হয়না হারা
কায়া ছেড়ে ছায়া ধরে ।।
জন্ম হলেই মরতে হবে, হায়গো তবে
কান্দন কেন এই ঘরে ঘরে ।।
কাঁদলে ঝরে চোখের পানি, সবেই জানি
মায়ার টানে জগৎ ঘোরে ।।
স্নেহ মায়ায় নাচা হাসা ভালবাসা
প্রেম পীরিতি পরস্পরে ।।
যখন যাহার আসে পালা, বিষম জ্বালা
বুক ভাসে তার অশ্রুধারে ।।
দশ দিকেতে আলো দেখো, সত্য শিখো
আকাশ কোনদিন ভেঙে পড়ে ।।
মায়াতে আর কেউ থেকোনা ভুল বুঝোনা
হুশ রাখিয়া যাওগে মরে ।।
সময় থাকতে তারে ডাকো, স্মরণ রাখো
পাপীর ভিটায় ঘুঘু চরে ।।
জালালে কয় সমঝে চলো, সত্য বলো
বাহির ভিতর পরিস্কারে ।।