জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৯৩

মাঝি বাইও বাইও তরী, বেলা থাকতে দেই পাড়ি ।।
গলুই ভাঙা নিশান টাঙ্গা, ছয়জন নায়ের দাঁড়ি
যার তার ভাবে ফেললে বৈঠা, হয়না আড়া আড়ি ।।
সোনারগাঁইয়া বাইছা তোমরা, বইছো সারি সারি
এমন সময় সাজে কিরে বৈঠা কাড়াকাড়ি ?
সেই পাড়ে মথুরার বাজার, প্রাণ বধুয়ার বাড়ি
উল্টা হাওয়ায় নাও লইয়া যায়, মদনগঞ্জের খাড়ি ।।
পুরান তক্তা, পুরান লোহা, গলুই দিছে ছাড়ি
ঝাকির চোটে পানি ওঠে, সিঞ্চো তাড়াতাড়ি ।।