ভাবছো কি মন সারা জীবন, এইভাবে তোর সুখে যাবে
আমিরানা বাবুয়ানা, কিছুই নাহি ঠিক রহিবে ।।
মায়া মদ অহংকারে, সদা রইলে মত্ত
এই ভাবেতে যাওয়ার পথে ছলনা রাজত্ব
দেহের উপর রয় যে স্বত্ব, সকাল সবেই ছিন্ন হবে ।।
কত মোহ মায়ার বেড়ে, সারা জীবন গেলো
বিলাসীতা চলবেনা আর, সময় সামনে এলো
এবার কোথায় যাবে বলো, কালে যখন বাঁধিয়া নিবে ।।
দেহ তোমার চালাইয়া নেয়, দিশেহারা মন
দিল নগরের মাঝখানে রয়, তাহারই আসন
এরে ঠিক করলেনা থাকতে জীবন, পড়ে মিছা মায়ার লোভে ।।
শ্রদ্ধা ভক্তি অনুরাগে, থাকলে যাদুধন
জ্ঞান গুরুর উপদেষ্টা নিয়া সর্বক্ষণ
হয়ে যাইত মুখ্য দর্শন, জালালকে তুই চিনতে রে তবে ।।