তাপিত হৃদয়, যারে দেখে শীতল হয়
তার কাছে বস্তু রয়, জানিও নিশ্চয় ।।
মায়ার মুরতি, আদ্যের শক্তি
জগত জননী বলে কেহ তারে কয়
তারই চরণ তলে, স্বর্গ শান্তি মিলে
তত্বশাস্ত্রে বলে কিন্তু দেশাচারে নয় ।।
কিবা হিন্দু মুসলমান, সবার কাছে সমান
ঘরে ঘরে বর্তমান, পঞ্চ প্রেমময়
তারই আকর্ষণে চুম্বকেতে টানে
লীলাক্ষেত্রে মিলনপাত্রে খেয়ে শান্ত হয় ।।
এসে ভূমণ্ডলে, যারে খাইয়া বাচিলে
দুইটি কমলে তার সুধাভাণ্ড রয়
সাধনের ধন পরশমণি, তিন রঙ্গের পানি
তিন দিনে ত্রিবেণীর ঘাটে মিলন হয় ।।
কোরাণে শরীয়তে বলে, তত্বকথা নাহি খুলে
গোপন বলে যতকিছু জালাল উদ্দীন কয়
মুর্শীদ গুরুর কাছে, জানা যাবে পাছে
প্রেমের বাকসো কোথায় আছে, চাবি কই বা রয় ।।