রবেনা কেউর দিন চিরদিন, সুদিন কুদিন
একদিন দিনের সন্ধ্যা হবে ।।
ইষ্টি কুটুম ভাই বেরাদর, কেউ নাহি তোর
শেষের দিনে সঙ্গে যাবে
দুনিয়াতে আইলে একা, যাইবে একা
পথের দেখা পাইলে সবে ।।
মায়ার হাট মায়ার বাজার, হাজার হাজার
এলো গেলো, ঠিক নাই কবে
ফিরে যে আর কেউ আসেনা, নাও ভাসেনা
দম সাগরে ডুবলে তবে ।।
ঐ যে দালান কোঠা বাড়ি, সারি সারি
সুন্দরী নারী পইড়্যা রবে
ভব সাগরে দিবে পাড়ি, কঠিন ভারি
একলাই তরী বেয়ে যাবে ।।