জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৫৩

এই ভবের বাজার, করছে সবের চক্ষু ভার
যার ভিতর খালি নাইগো সার ।।
আমার স্ত্রী আমার পুত্র, বলছো তুমি অনিবার
শিঙা ফুঁকবে যখন, জানবে তখন, কারবা তুমি, কে তোমার ।।
তোমার দালান কোঠা বাড়ি, হাতের বস্তু কতই আর
সে সব থাকবে পড়ে, দেখবে কেবা তার বাহার ।।
তুমি যাদের জন্য খেটে খেটে করলে অস্থি চর্ম সার
তারা আসবে কত যাইবে কত, খেলা পাতছে মহা চমৎকার
সোনার দেহ মাটি হবে, মিছে কেন ভাবো আর
অলীক ভবাগারে, কত করে, কামসা সাজন হলো সার ।।