দেহ জমি পতিত রইলো, আবাদ করিলো না
খাস মহালের খাজনা বাকী, জীবনে আর শোধ হলোনা ।।
পঞ্চতত্ব চিনরে মন, মাটির নীচে আছে রতন
যার ধন তারে দিয়ে ওয়াশিল কর বাকী দেনা ।।
ভক্তি আর বিশ্বাসের বলে, এই ভূমিতে বীজ বুনিলে
গুরু গোসাইর কৃপা হলে, সহজেতেই ফলবে সোনা ।।
আসিলে সদরের আমীন, শ্রীগুরু হইবে জামিন
না হলে আর শেষের দিন, উপায় কিছুই দেখিনা ।।
ছোটা খাইয়া মোটা হইয়া, বলদ গেছে জোয়াল ভাঙিয়া
ডাকলে নাহি চায় ফিরিয়া, দৌড়াইলেও আর ধরা দেয়না ।।